দিবস

১৪৪৭ সনের মহরম কবে ? মহরম মাসের ইতিহাস।

আরবি মহরম মাসের ১০ তারিখ মহরম বা আশুরা। মহরম মাসের ১০ তারিখ আশুরা নামে পরিচিত। এই মাসেই মহরম পালন করা হয়ে থাকে। প্রতিটি মুসলমান এ মহরম মাসে রোজা রাখে এবং মহরম মাসের ১০ তারিখে আশুরা পালন করে থাকে।। এই রাতে অনেকেই নামাজ-কালাম এ মগ্ন থাকতে চাই। মহরম মাস ইসলামিক বর্ষপঞ্জির প্রথম মাস এবং এটি মুসলিমদের জন্য একটি শোক ও স্বরণের মাস।

অনেকের রয়েছেন যারা মহরম মাস সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেন। তাই অনলাইন অনুসন্ধান করে যান এই মহররম মাসের ইতিহাস জানার জন্য। তাদের জন্যই আমরা আজকে আলোচনা করব মহরম কবে এবং মহরম মাসের ইতিহাস সম্পর্কে। আপনারা যারা মহরম সম্পর্কে জানতে আব্বুও প্রকাশ করছেন তারা আমাদের এই আর্টিকেলটি নিচে থেকে জেনে নিন।

২০২৫ সালের মহরম কবে?

আসছে ৭ই জুলাই ২০২৫ আশুরা। মহররম মাসের ১০ তারিখে আশুরা পালন করা হয়ে থাকে। প্রতিটি মুসলমান এই আশুরা বা মহরম পালন করার জন্য উদ্বিগ্ন হয়ে থাকেন। মুসলমানদের জন্য এটি একটি শোক ও স্মরণের মাস। তাই এই মাছটি আশুরাসিয়া ও সুন্নি উভয় সম্প্রদায়ের কাছেই খুবই গুরুত্বপূর্ণ। সিয়াম মুসলমানরা কারবালার যুদ্ধের শহীদদের স্মরণে শোক পালন করে থাকে আর সুন্নি মুসলমানরা এই দিনে রোজা রাখেন।

মহরমের ইতিহাস

ইসলামিক নববর্ষ অনুযায়ী মহরমের প্রথম দিনে পালন করা হয় কারণ এই পবিত্র মাসেই নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেন। কিন্তু মাসের দশম দিন যা আশুরা নামে পরিচিত। এই দিনটিতে কারবালার নবীর নাতি হুসেন ইবনে আলীর শাহাদাতের মৃত্যু হয়ে থাকেন। তার স্মরণেই মুসলমানরা এই দিনটি শোক প্রকাশ করেন।

মহরম শব্দটির অর্থ অনুভূতি নেই বা নিষিদ্ধ তাই এই দিনটিতে মুসলমানদের যুদ্ধের মতে ক্রিয়া-কলাপে অংশ নেওয়া নিষিদ্ধ এই দিনটি প্রার্থনা এবং আত্ম দর্শনের দিন হিসেবে পালিত হয়ে থাকেন। ১৪৪৬ বছর আগে হযরত মুহাম্মদ ও তার অনুগামীরা মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে থাকেন। এই দিনটি ছিল মহরমের প্রথম দিন।

তাই এই দিনটি মক্কায় ইসলামের বার্তা প্রচার করায় বাধা দেওয়া হয়। মহরমের দশম দিনটি আশুরা হিসেবে পালিত হয় এর দিন ইমাম হোসেনের মৃত্যুর শোক পালন করেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *